হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): নানা আয়োজনে কুষ্টিয়া দৌলতপুরে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে বুধবার বিকেলে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্র বের হয়ে থানা বাজার গিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক সংসদ আলহাজ্ব রেজা আহমেদ।এসময় দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীমের সভাপতিত্বে,কুষ্টিয়া জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ,জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাকারিয়া বাবু,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক আসাদসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি,সেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালী শেষে দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেশবরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

Print Date & Time : 21 August 2025 Thursday 1:03 pm