Print Date & Time : 22 August 2025 Friday 4:03 am

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত রাসেল আহাম্মেদ (১৮) উপজেলার ঝাউদিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
মঙ্গলবার সকালে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। রাসেল দৌলতপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী ছিল। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই কলেজ ছাত্র রাসেল তার দুই বন্ধুকে নিয়ে একটি মোটর সাইকেলে দৌলতপুরের দিকে আসছিল। বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে রাসেল মারা যায়। সেসময় নিহত রাসেলের দুই বন্ধু শিশির, সবুজ সহ তিনজন আহত হয।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) অরুন কুমার বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

দৈনিক দেশতথ্য//এল//