কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় মুসা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার শিতলাইপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত কৃষক একই এলাকার মৃত আলী মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, নিজ বাড়ির আঙিনায় রাখা পাওয়ারটিলারের পাশে গাছের ছায়ায় শুইয়ে ঘুমাচ্ছিলেন কৃষক মুসা। এসময় পাওয়ারটিলারের চালক না জেনে পাওয়ারটিলার চালু করে ঘুমন্ত কৃষক মুসার গায়ের ওপর দিয়ে চালিয়ে দিলে সে পাওয়ার টিলারের ফলায় জখম হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বিষয়টি দৌলতপুর থানা পুলিশ অবগত থাকলেও এ ঘটনায় কেউ অভিযোগ করেননি বলে জানান থানার ডিউটি অফিসার এস আই প্রকাশ।
দৈনিক দেশতথ্য//এল/