Print Date & Time : 11 May 2025 Sunday 1:50 am

দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

দৌলতপুর (মেহেরপুর) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় রুলিয়ারা খুতুন (৭০) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আল্লারদর্গা নাসির সিগারেট ফ্যাক্টরীর নিকট এ দূর্ঘটনা ঘটে। নিহত রুলিয়ার খাতুন দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত সামছদ্দিন মন্ডলের স্ত্রী।
দৌলতপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রুলিয়ারা খাতুন ব্যাটারী চালিত ইজিবাইক যোগে নিজ বাড়ি থেকে ভেড়ামারায় ছেলের বাড়িতে যাচ্ছিলেন। পথেমধ্যে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা নাসির সিগারেট ফ্যাক্টরীর কাছে স্যালো ইঞ্জন চালিত নছিমনকে পেছন থেকে ধাক্কা দেয় ইজিবাইক। এতে রুলিয়ারা খাতুন ইজিবাইক থেকে রাস্তায় ছিটকে পড়লে আবু বক্কর নামে চলন্ত এক মোটরসাইকেল আরোহী তাকে চাপা দিলে বৃদ্ধা রুলিয়ারা খাতুন গুরুতর আহত হোন। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুলিয়ারাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। তবে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়ে গতকাল বিকেলে তার দাফন সম্পন্ন হয়।
দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, সড়ক দূর্ঘটনায় দৃষ্টি প্রতিবন্ধী এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। তবে নিহতের পরিবার মামলা করতে রাজি না হওয়া ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//