দেশের অভ্যন্তরস্থ ছোট নদী-খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্প শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে দৌলতপুর উপজেলার হিসনা নদী পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (৯ মার্চ) সকাল ১১টায় কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলার বাঁধের বাজার এলাকায় এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল হামিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা নিবার্হী অফিসার মো.আব্দুল জব্বার, প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বাদশাহ্ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সকল নদ-নদী ও খাল বিলের অস্তিত্ব স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে পুনঃখনন প্রকল্পের আওতায় মহিষকুন্ডি বাঁধের বাজার হতে হিসনাপাড়া পর্যন্ত ৮কি.মি. নদী ৭ কোটি টাকা ব্যয়ে সংস্কার ও খননের কাজ করা হবে। এই কাজ যাতে করে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ কাজের ঠিকাদারদের সঠিক ভাবে কাজ করার জন্য আহবান করেন। পাশাপাশি এলাকার সবাই এ ক্ষেত্রে সহযোগিতার অনুরোধ করেন । তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার যতদিন ক্ষমতায় আছেন দেশের সব ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৯, ২০২২//

Discussion about this post