দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ১৪ কেন্দ্রে শান্তিপূর্নভাবে গণটিকা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৪ ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে এ টিকা দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রে ২৫ উর্দ্ধো ৬শ’ জন নারী পুরুষকে করোনা এ গণটিাকা দেওয়া হয়।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, দৌলতপুরে ১৪টি কেন্দ্রে মোট ৮ হাজার ৪শ’ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সুষ্ঠুভাবে টিকাদান কর্মসূচি সফল করতে টিকা কেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে বিকেল ৩টার আগে অনেক কেন্দ্র ৬শ’ জনের টিকা প্রদান কার্যক্রম শেষ হয়। প্রতিটি কেন্দ্রে ৬জন টিকা কর্মী ও ৯জন স্বেচ্ছাসেবক কর্মী কাজ করেছেন বলে তিনি জানিয়েছেন।