Print Date & Time : 18 July 2025 Friday 12:09 am

দৌলতপুরে ১৫শ কৃষকের মুখে হাসি!

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই প্রণোদনা কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আব্দুল হাই সিদ্দিকী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মহসিন আলী,সাংবাদিক আহমেদ রাজু,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুরের সমন্বয়ক আব্দুল হালিম আকাশ,কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকরা।কৃষি অফিসার কৃষিবিদ মো.নূরুল ইসলাম বলেন,পাটের আবাদ বৃদ্ধির লক্ষ্যেই এই প্রণোদনা।
এবার দৌলতপুর উপজেলার ১৫শ জন কৃষককে বিনামূল্যে ১কেজি পাটের বীজ, ৫কেজি ডিএপি সার ও ৫কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।