Print Date & Time : 3 July 2025 Thursday 9:19 pm

দৌলতপুরে ৩ জনের নামে চাঁদাবাজির মামলা

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিক পরিচয়ে এক ক্লিনিক মালিকের কাছে ১লক্ষ টাকা চাঁদা দাবি করায় ৩জনের নামে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

সাবেক সেনা সদস্য মো. জাহিদ হোসেন নামে ওই ক্লিনিক মালিক রোববার রাতে সাংবাদিক পরিচয়দানকারী ৩জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২-৩ জনের নামে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকার মো. শাহিন রেজা (৩৫), ফিলিপনগর দফাদার পাড়ার মো. ওয়াজেদ আলী (৩৮) ও নতুন বাগুয়ান গ্রামের আবুল বাসার (৪২) সহ আরো ২-৩জন সংগবদ্ধ হয়ে সাংবাদিক পরিচয় দিয়ে গত ৯মে দুপুরে ভাগজোত মধ্যবাজার এলাকায় ‘আল মক্কা’ নামে একটি বেসরকারী ক্লিনিকে প্রবেশ করে।
এসময় তারা ওই ক্লিনিকে দেহ ব্যবসা চালানো হচ্ছে বলে ক্লিনিকের অফিসের কাগজপত্র, বিভিন্ন কক্ষের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাবপত্র তছনছ করে এবং ভিডিও ধারণ করে সংবাদ প্রকাশ করবো বলে ক্লিনিক মালিক মো. জাহিদ হোসেনকে অশ্লীল ভাষায় গাল মন্দ ও ভয় ভীতি প্রদর্শন করে।
পরে তারা ক্লিনিক মালিক মো. জাহিদ হোসেনের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা অব্যাহতভাবে বিভিন্ন ধরণের হুমকি দিতে থাকে।

এ ঘটনায় ক্লিনিক মালিক মো. জাহিদ হোসেন বাদী হয়ে রোববার রাতে কথিত সাংবাদিক পরিচয়দানকারী মো. শাহিন রেজা, মো. ওয়াজেদ আলী ও আবুল বাসার সহ অজ্ঞাত আরো ২-৩ জনের নামে দৌলতপুর এজাহার দেন।
দৌলতপুর থানা পুলিশ এজাহারটি আমলে নিয়ে রোববার গভীর রাতে ৩৮৫/৫০৬/৩৪ পেনাল কোডে চাঁদাবাজির মামলা হিসেবে গ্রহণ করেণ যার নং ২৮।

তবে এ বিষয়ে জানতে অভিক্তুক্ত আসামিরা গ্রেফতারা এড়াতে গা ঢাকা দেওয়ায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মামলার বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, মো. জাহিদ হোসেন নামে এক ক্লিনিক মালিকের দায়ের করা এজাহারের ভিত্তিতে একটি মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতার ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//