দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পুলিশের অভিযানে ৪০০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর গ্রামের সীমান্ত সংলগ্ন মহাজেরপাড়া মাঠে অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।
দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ্র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স প্রাগপুর মহাজেরপাড়া মাঠে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী চক্র বস্তাভর্তি মাদক ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বস্তার ভেতর থেকে ৪০০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post