Print Date & Time : 8 July 2025 Tuesday 10:44 pm

দৌলতপুরে ৫১৬ কেজি পোনা মাছ অবমুক্ত

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন পুকুর ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ পুকুরে ৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করে এ কার্য়ক্রমের উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক, দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান ও দৌলতপুর মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এছাড়াও মথুরাপুর আশ্রয়ন পুকুর ও গুচ্ছগ্রাম পুকুর, ড. ফজলুল হক মহিলা কলেজ পুকুর, সরিষাডুলি গুচ্ছগ্রাম পুকুর, তারাগুনিয়া হাইস্কুল পুকুর, দৌলতপুর প্রতিবন্ধী স্কুল পুকুর, দৌলতপুর ইউনিয়ন পরিষদ পুর ও রুয়ের বিলসহ ১২টি সরকারী পুকুর ও জলাশয়ে ৫১৬ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় দৌলতপুর মৎস্য অফিস পোনা মাছ অবমুক্ত কার্যক্রম পবাস্তবায়ন করে।