Print Date & Time : 13 May 2025 Tuesday 12:19 am

দৌলতপুরে ৬৬ শিক্ষার্থী পেল আব্দুর রাজ্জাক মেধা বৃত্তি

কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুর রাজ্জাক মেধা বৃত্তি-২০২২ প্রদান করা হয়েছে। বৃহস্পবিার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বৃত্তি প্রদান করা হয়।

দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, আরমা ওয়েল ফেয়ার সোসাইটি ও আরমা গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন, দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার মোহম্মদ আবু সালেক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক মেধা বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক আরমা ওয়েল ফেয়ার সোসাইটি ও আরমা গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক।

এছাড়াও বক্তব্য রাখেন, আব্দুর রাজ্জাক মেধা বৃত্তি পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক দৌলতপুর কলেজের প্রভাষক শরীফুল ইসলাম, আব্দুর রাজ্জাক মেধা বৃত্তি পরিচালনা কমিটির সদস্য দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা মো. মজিবর রহমান, তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, দৌলতপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ খান নুন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রায়তা আফসিন।

পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীতের পর আলোচনা পর্ব শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, আব্দুর রাজ্জাক মেধা বৃত্তির পরিচালনা কমিটির আহ্বায়ক ও দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম।

আলোচনা শেষে দৌলতপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠারে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ৬৬ জন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। 

এবি//দৈনিক দেশতথ্য//জুন ০১,২০২৩//