Print Date & Time : 10 May 2025 Saturday 5:58 pm

দৌলতপুরে ৯০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে দৌলতপুর থানাধীন কল্যানপুর বটতলা এলাকা থেকে ৯০ বোতল ফেন্সিডিলসহ মোঃ রবিউল ইসলাম(৫২) নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার এসআই(নিঃ)/মোঃ কায়েস মিয়া এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৬/০৯/২০২৩ তারিখ দৌলতপুর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে দৌলতপুর থানাধীন কল্যানপুর বটতলা এলাকা হইতে ইং-২৬/০৯/২০২৩ তারিখ সন্ধ্যা ১৮.২০ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী ১) মোঃ রবিউল ইসলাম(৫২), পিতা-মৃত মসলেম মন্ডল, সাং-মুসলিমনগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ধৃত করে এবং আসামীর নিকট হইতে ৯০ (নব্বই) বোতল ফেনসিডিল উদ্ধার করে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ সেপ্টেম্বর ২০২৩