বাংলাদেশের একজন মানুষ ভূমিহীনও থাকবে না প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দুই প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পূর্ণবাসনের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোট ১৯০টি গৃহ নির্মাণ করা হয়েছে। এর আগে দেশের বিভিন্ন উপজেলাকে গৃহহীন মুক্তি ঘোষণা করা হয়।
এর ধারাবাহিকতায় ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন গৃহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহপ্রদান কার্যক্রম উদ্বোধন ও দেশের ৫০টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে তার মধ্যে দৌলতপুর উপজেলাও রয়েছে। এবিষয়ে দৌলতপুর উপজেলা নিবার্হী অফিসার( ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলাম উপজেলা কনফারেন্স রুমে সোমবার (২০ মার্চ) সকালে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করে।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি ।উপজেলা নিবার্হী অফিসার বলেন, আমরা দৌলতপুর উপজেলার ভূমিহীন ও গৃহহীন কাছ থেকে বর্তমানে কোন আবেদন না পাওয়ায় এই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। এবং আগামীতে যদি কেউ আবেদন করে তাহলে সেটা যাচাই বাছাই করে উপজেলার পাকুরিয়া আবাসন প্রকল্পে জায়গা করে দেওয়া হবে, সেখানে প্রায় ৮০ পরিবারকে ঘর বরাদ্দ দেওয়া সম্ভব হবে।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল হান্নান, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আহসানুল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,২০ মার্চ ২০২৩

Discussion about this post