হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর সৌন্দর্যবর্ধনের লক্ষে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতার উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.এজাজ আহমেদ মামুন।
এসময় পরিস্কার পরিচ্ছন্ন কাজে অংশ নেন উপজেলা নিবার্হী অফিসার মো. আব্দুল জব্বার,উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়ার্দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান, মৎস্য কর্মকর্তা খন্দকার শহীদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রোভার স্কাউট দৌলতপুর। এসময় গোটা উপজেলায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালালো সহ সব দপ্তরে একটি করে ময়লা আবর্জনা ফেলার জন্য ঝুড়ি দেওয়া হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post