Print Date & Time : 21 April 2025 Monday 6:05 pm

দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হলেন আব্দুর রশিদ বাবলু!

দৌলতপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা শাখার সহ-সভাপতি হলেন রিফাইতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু।

গত বুধবার বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত এই নেতা এর আগে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই-উৎরাই পেরিয়ে এই নেতা নিজের অবস্থান পোক্ত করেছেন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দলের জন্য নিবেদিত প্রাণ রাজনীতিক হিসেবে।

এদিকে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগে গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়ায় স্হানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। এই খবরে তার নিজ ইউনিয়নের নেতা কর্মীদের মাঝে দেখা গেছে আলাদা আনন্দ উদ্দীপনা। আব্দুর রশিদ বাবলু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার খরব পাওয়ার সাথে সাথেই ফুলের মালা দিয়ে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপজেলা বাসী জানান, জেলা ও উপজেলার নেতৃবৃন্দুর প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এমন সিদ্ধান্তে আমরা উপজেলাবাসী গর্বিত। আশা করছি, এ সিদ্ধান্তের মাধ্যমে দৌলতপুরের উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হবে পাশাপাশি সাংগঠনিক দিক আরো শক্তিশালী হবে।

উল্লেখ্য”গত বুধবার দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড.আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ সভাপতি ও এ্যাড. শরিফ উদ্দিন রিমনকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ‌।