আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সদর উদ্দিন খানকে বিজয়ী করতে খলিসাকুন্ডিতে মতবিনিময় সভা করেছেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও দলীয় প্রার্থীকে বিজয়ী করতে প্রতিনিয়তই দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় সভা করেছেন তিনি।
গতকাল মঙ্গলবার তিনি উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় সভা করেছেন। এতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুলমত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। মতবিনিময় সভায় জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সদর উদ্দিন খানকে বিজয়ী করতে সকলকে আহ্বান জানান তিনি।
এসময় বীর মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতা মোরশেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আহাব মোল্লা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোদারসেদ হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ স্হানীয় অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে বলেই আজকে জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জোয়ার এসেছে। তাই সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রচার প্রচারন চালিয়ে যেতে হবে। বিপুল ভোটে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২০,২০২২//