দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
জাতীয়তাবাদী রাজনীতিতে সুবাতাস বইলেও পদচ্যুত ত্যাগী-জনপ্রিয় ছাত্রদল নেতা, মুখ খুলতে না চাইলেও এ নিয়ে হতাশা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রদলে। সম্প্রতি উপজেলাটিতে ঘটে যাওয়া এক ঘটনা প্রবাহে অন্যান্য সাংগঠনিক সহকর্মীদের সাথে নিজেও পদচ্যুত হোন দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, দেড় ডজন আওয়ামী মামলার আসামি রাজনৈতিক মামলায় কারা যাপনকারী মাসুদুজ্জামান রুবেল। রাজপথের রাজনীতিতে ১৭ বছরের বেশি সময় এই তরুণ।
বিগত সময়গুলোতে নাশকতা মামলা, আওয়ামীলীগের হামলা, কারাভোগ স্বীকার করে তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর আক্রমণের মুখে সাংগঠনিক সকল কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করে যাওয়া এযাবৎ অবিতর্কিত এই ছাত্রনেতার বহিষ্কারাদেশে চরম সতর্ক উপজেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা।
২০১১ সালে দৌলতপুর উপজেলা ছাত্রদলের সম্মেলনে প্রচার সম্পাদক পদের মধ্যদিয়ে দৌলতপুর বিএনপি’র ঐতিহ্যবাহী রাজনৈতিক পদচারণায় সাংগঠনিক দায়িত্ব প্রাপ্তীর অভিষেক ঘটে রুবেলের। এর আগে, দৌলতপুর ডিগ্রি কলেজ ছাত্রদলে নেতৃত্ব দেয় এই তরুণ। স্রোতের বিপরীতের রাজনীতিতে নিজেকে সবসময় সক্রিয় এবং সাংগঠনিক রেখে কাজ করার উদাহরণ সৃষ্টি করা এই ছাত্র নেতা গণমাধ্যমে বহিষ্কার প্রসঙ্গে মন্তব্য করতে অপারগতা জানিয়ে বলেন, সাংগঠনিক সিদ্ধান্তকে যথাযথ সম্মান জানিয়ে মেনে নিয়েছি। সংগঠনের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনীতি করেছি, আগামীতেও সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।
দৌলতপুর উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা সরওয়ার জাহান বেঞ্জু জানান, ২০২৩ সালের জুনে আহ্বায়ক কমিটিতে মাসুদুজ্জামান রুবেলকে আহ্বায়ক করা হলে উপজেলা ছাত্রদলের কার্যক্রম হাসিনা সরকারের নানামুখী নির্যাতনের মধ্যেও প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বেগবান হয়।
দৌলতপুর উপজেলা ছাত্রদলের আরেক নেতা সবুজ হোসেন বলেন, উপজেলা পরিষদ বাজার এলাকার একটি সংঘর্ষকে কেন্দ্র করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে। যতটুকু জানি ঘটনাস্থলে ছিলেন না ছাত্রনেতা রুবেল। বিষয়টির মধ্যে দলীয় রাজনীতি সংশ্লিষ্ট যারা ছিলেন তারা সকলেই নিজেদের মধ্যে সংশোধন এনে সহিংস পরিস্থিতির অবসান ঘটিয়েছেন।
দৌলতপুর জুড়ে সুপরিচিত এই তরুণের সাম্প্রতিক বহিষ্কারাদেশে হতাশা তৈরি হয়েছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে। এ নিয়ে চিন্তার ভাজ উপজেলা বিএনপি সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কপালেও। উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম মন্তব্য করেন, অবশ্যই সাংগঠনিক সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা জানায়, তবে দলের দুঃসময়ে মাঠে থাকা নেতাকর্মীদের, তরুণ-যুবক ত্যাগীদের ভুল সংশোধনের সুযোগ দেয়া হবে এরকমই প্রত্যাশা আমাদের।
সেপ্টেম্বরের ৪ তারিখে ঘটে যাওয়া একটি মারামারির ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সাংগঠনিক ভাবে বহিষ্কার হয় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহ আরও দুই যুব ও ছাত্রনেতা।
কে//দৈনিক দেশতথ্য//সেপ্টেম্বর ২৯,২০২৪//

Discussion about this post