Print Date & Time : 24 August 2025 Sunday 11:31 am

দৌলতপুর উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত

 কুষ্টিয়ার দৌলতপুরে চোরাচালান নিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তারা বলেন

দৌলতপুরে বেড়েছে চুরি, মাদক সেবন ও জুয়া খেলার প্রবনতা।

২১ নভেম্বর  সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, দৌলতপুর থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, মহিষকুন্ডি ও প্রাগপুর বিজিবি কোম্পানীর প্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম,  চিলমারী ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী, দৌলতপুর সরকারী পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আমজাদ হোসেন ও সাংবাদিক শরীফুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল হলেও চুরি, মাদক সেবন ও জুয়া খেলার প্রবনতা বেড়েছে বলে বিভিন্ন বক্তাগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন।