দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক শামসুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় দৌলতপুর কলেজ টিচার্স কমনরুমে এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর কলেজের সম্বর্ধিত শিক্ষক শামসুর রহমান, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, দৌলতপুর কলেজ টিচার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান ওহিদুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ওবাইদুল্লাহ ইনু, ইংরেজি বিভাগের প্রধান শবিবর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান শহিদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজেদা খাতুন, ক্রীড়া শিক্ষক আবুল হোসেন, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান মিথুন, দর্শন বিভাগের প্রধান আমজাদ হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান হাফিজুল হক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, গণিত বিভাগের প্রধান ছাবিনা ইয়াসমিন, ভূগোল বিভাগের প্রধান শারমিন সুলতানা, কারিগরি বিভাগের প্রধান নাহিদা আক্তার, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের প্রধান মিথিলা ইয়াসমিন ও অফিস সহকারী মনিরুল ইসলাম। সংবর্ধনা সভা পরিচালনা করেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শরীফুল ইসলাম। সম্বর্ধনা সভার সভাপতি দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন বক্তব্য দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এছাড়াও শিক্ষকবৃন্দ তাদের বক্তব্যের সময় অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় সংবর্ধনা অনুষ্ঠানটি হৃদয় বিদারক ও বেদনাদায়ক হয়ে উঠে। বক্তব্য শেষে সম্বর্ধিত শিক্ষক শামসুর রহমানের হাতে একমাসের বেতন নগদ ৪০ হাজার টাকা ও উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন। দোয় পরিচালনা করেন দৌলতপুর কলেজ মসজিদের ঈমাম মাও. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে দৌলতপুর কলেজের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post