Print Date & Time : 3 July 2025 Thursday 7:59 pm

দৌলতপুর কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী  স্মরণে কুষ্টিয়ার দৌলতপুর মডেল কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার(২৪ মার্চ) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমনের  পরিচালনায় ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাড.হাসানুল আসকার হাসু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল জব্বার, থানা অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো.টিপু নেওয়াজ, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম।

এসময় প্রধান অতিথি সাংসদ সরওয়ার জাহান বাদশাহ্ বলেন বঙ্গবন্ধু শুধুমাত্র বাঙালি জাতিকেই স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দেননি, বিশ্বের নিপীড়িত-নির্যাতিত স্বাধীনতাকামী মানুষের মুক্তি সংগ্রামেও অনুপ্রেরণা জুগিয়েছেন এবং ভবিষ্যতেও মানুষকে প্রেরণা জোগাবেন।অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে নির্বাচিত অংশ পাঠ, আলোচকদের অংশগ্রহণে আলোচনা সভা এবং  কিশোর-কিশোরীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ২৪,২০২২//