কুষ্টিয়ার দৌলতপুর কলেজের সহকারী অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আ. খ. ম. ওবায়দুল্লাহ ইনু’র বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় দৌলতপুর কলেজ টিচার্স কমনরুমে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর কলেজের সংবর্ধিত শিক্ষক আ. খ. ম. ওবায়দুল্লাহ ইনু, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, দৌলতপুর কলেজ টিচার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান ওহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান শবিবর রহমান, ইতিহাস বিভাগের প্রধান সাইফুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান আমিরুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রধান সাজেদা খাতুন, পরিসংখ্যান বিভাগের প্রধান রফিজ উদ্দিন, আইসিটি বিভাগের প্রধান সৌমিত্র কুমার পাল, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান হাফিজুল ইসলাম, একই বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল আলম, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আহাদ আলী নয়ন, অর্থনীতি বিভাগের প্রধান আলমগীর হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুহেনা মোস্তফা কামাল, ভূগোল বিভাগের প্রধান শারমিন সুলতানা, কারিগরি বিভাগের প্রধান নাহিদা আক্তার, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের প্রধান মিথিলা ইয়াসমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইফুর রহমান, একই বিভাগের প্রভাষক নুরুল ইসলাম, প্রভাষক শামীমা পারভীন সুমি, প্রাণী বিজ্ঞান বিভাগের প্রভাষক মিজানুর রহমান জুয়েল ও অফিস সহকারী মনিরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কে এইচ এম ইকবাল হোসেন হাবিব। সংবর্ধনা সভা পরিচালনা করেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শরীফুল ইসলাম। শেষে সংবর্ধিত আ. খ. ম. ওবায়দুল্লাহ ইনু’র হাতে নগদ ৩৫ হাজার টাকা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন সহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হলে প্রথমে দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন বিদায়ী শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর প্রয়াত শিক্ষক, কলেজ পরিচালনা পর্ষদের সদস্যসহ কলেজ সংশ্লিষ্টদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামানায় বিশেষ দোয়া অনুষ্ঠিাত হয়।
দোয়া পরিচালনা করেন দৌলতপুর কলেজ মসজিদের ঈমাম মাও. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে দৌলতপুর কলেজের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৫,২০২২//

Discussion about this post