দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের তেলিকান্দিয়া খাঁ পাড়া মাঠের মধ্যে শ্যামপুর পুলিশ ক্যাম্পের আইসি আসাদুজ্জামান ও এএসআই হাবিবুর রহমান হাবিব দুপুর ২টার সময় জুয়া খেলার আসরে অভিযান চালালে জুয়াড়িরা সবাই পালিয়ে যায়। সেসময় পুলিশ সেখান থেকে ৩টি মোটর সাইকেল জব্দ করে। এই মোটর সাইকেল আটকের ঘটনা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জাবিদ হাসান। জানা যায়, তেলিকান্দিয়া খাঁ পাড়া মাঠ ও বাঁশ ঝাড়েরর নিচে দীর্ঘ ২মাস ধরে স্থানীয় প্রভাবশালী বাবু ও তাহাজ্জুলের নেতৃত্বে প্রতিদিনি সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় ২০ লক্ষ টাকার জুয়া খেলা হয়। বিভিন্ন অঞ্চল থেকে মাইক্রো. সিএনজি ও মোটর সাইকেল নিয়ে জুয়াড়িরা এখানে জুয়া খেলতে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি জানান, প্রতিদিনি প্রশাসনকে ম্যানেজ করে ২০ লক্ষ টাকার জুয়া খেলা হয়। এই জুয়ার মাঠেই ইয়াবা, ফেন্সিডিল বিক্রয় হয়। তাছাড়া এখানে নিয়মিত জুয়াড়িদের জন্য মুরগী ও খাসির মাংসের ভুড়িভোজ করানো হয়। এলাকাবাসী আরো জানায়, এই জুয়া খেলার কারনে অনেকেই ৫-৭ লক্ষ টাকা দেনা হয়ে পড়েছে। এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই বৃদ্ধি পেয়েছে। বাবু ও তাহাজ্জুল ভয়ংকর অস্ত্রধারী ব্যবসায়ী। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পাইনা। এই ব্যাপারে দৌলতপুর শ্যামপুর ক্যাম্পের আইসি ও এসআই আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযান চালিয়ে কাউকে আটক করতে না পারলেও সেখান থেকে ৩টি পরিত্যাক্ত মোটর সাইকেল উদ্ধার করে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

Discussion about this post