হেলাল উদ্দিন, দৌলতপুর: কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতারা হলেন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ইকুড়ি গ্রামের তারু মন্ডলের ছেলে সুমন হোসেন (২৬)ও চারু মন্ডলের ছেলে ছোটন আলী (২২)।
এবিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আউয়াল কবীর বলেন,মঙ্গলবার রাতে দৌলতপুর থানার একটি টহল দল মথুরাপুর ইউনিয়নের কৈপাল গ্রামের জৈনক হাসু চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর নিয়মিত ওয়ারেন্ট তামিল অস্ত্র , মাদক ও সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান পরিচালনাকালে তিনটি গাড়ির গতিরোধ করে তার মধ্যে দুইটি গাড়ি কৌশলে পাশ কাটিয়ে চলে যাই ও একটি গাড়িতে থাকা দুইজন আরোহী কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের কাছে থাকা ১৩ পিচ পিস্তলের তাজা গুলি ও তাদের নির্ধারিত জায়গায় রাখা একটি ওয়ান শুটার গান উদ্ধার করে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটির জব্দ করে তাদের আটক করা হয়।
এবিষয়ে দৌলতপুর থানা আটককৃত দুইজন ও অজ্ঞাতনামা চারজনের নামে এস আই লিংকন সরকার বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এহ/13/11/24/ দেশ তথ্য