Print Date & Time : 23 April 2025 Wednesday 4:45 am

দৌলতপুর নৌকা মানুষের ভাগ্যের পরিবর্তন করে’—-সরওয়ার জাহান বাদশা

কুষ্টিয়া-১ (দৌলতপুর)আসনের নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম সরওয়ার জাহান বাদশা  বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়। ‘নৌকা মানুষের ভাগ্যের পরিবর্তন করে। দেশের মানুষকে আবারও উন্নয়নের সুফল পেতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। 

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কল্যানপুর বাজার এলাকায় নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ক ম সরওয়ার জাহান বাদশা বলেন, ‘এই  উপজেলায় যে হারে ব্যাপক উন্নয়ন হয়েছে তা অব্যাহত রাখতে ৭ জানুয়ারিতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। তা নাহলে বিএনপি-জামায়াত আবারও নৈরাজ্য শুরু করে দেশটাকে ধ্বংস করে দেবে। ‘শেখ হাসিনার অঙ্গীকার হলো দেশ ও দেশের মানুষের উন্নয়ন করা। কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না।

আ ক ম সরওয়ার জাহান বাদশা আরও বলেন, বিগত১৫ বছর ধরে দেশের মানুষ শান্তিতে আছে ভাল আছে। সরকারের সকল সুযোগ সুবিধা পাচ্ছে। অভাব অনটন দূর হয়েছে। ভূমিহীন ও গৃহহীন মানুষেরা এখন নিজের বাড়িতেই বসবাস করে। সকল ধরনের ভাতার আওতায় এসেছে এসব মানুষ। সকল মানুষের জীবনমান উন্নত হয়েছে। আর এসব সম্ভব হয়েছে নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বলেই।

এসময় নির্বাচনি পথসভায় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু প্রজন্মলীগের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদক এড. হাসানুল আসকার হাসু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি টিপু নেওয়াজ, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহি বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, সাবেক ছাত্র নেতা ফরিদ উদ্দিন, সাবেক ছাত্র নেতা নাহিদ হাসান প্রমুখ। এসময় নির্বাচনী পথসভায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৯,২০২৩//