কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন সরকরি-বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে দৌলতপুর পরিষদ উপজেলা ,হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ, সোনাইকুন্ডি আশ্রয় প্রকল্প,ভূমি অফিস,ডিসি ইকো পার্ক,এছাড়াও দুইশত বছরের প্রাচীন নীলকুঠি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোর প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহাসিন উদ্দিন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম ছাড়াও হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২১ নভেম্বর ২০২৩

Discussion about this post