Print Date & Time : 5 May 2025 Monday 9:07 pm

দৌলতপুর পরিদর্শনে জেলা প্রশাসক এহেতেশাম রেজা 

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিদর্শন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।

(২০ ফেব্রুয়ারি)মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের বাস্তবায়নে জনস্বার্থে ভূমি অধিগ্রহণে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অনুকূলে ৬টি চেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন জেলা প্রশাসক মো.এহেতেশাম রেজা।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.ওবায়দুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরবর্তীতে,জেলা প্রশাসক এর উদ্যোগে নির্মিত পথ নির্দেশক এর উদ্বোধন করা হয়।

যা আগামীতে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে দেওয়া হবে। এছাড়াও ইউনিয়ন ভূমি অফিস ও আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন এবং আশ্রয়ন প্রকল্পে থাকা মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২০ ফেব্রুয়ারী ২০২৪