বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর আওতাধীন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি দৌলতপুরের ডিজিএম মির্জা কে, ই, তুহিন শুদ্ধাচার পুরস্কারে মনোনিত হয়েছেন। ২০২২-২০২৩ অর্থবছরের জন্য তাঁকে শুদ্ধাচার পুরস্কারে মনোনিত করা হয়। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৩০ আগষ্ট দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের এ পুরস্কারে মনোনিত করে।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি দৌলতপুরের ডিজিএম মির্জা কে, ই, তুহিন শুদ্ধাচার পুরস্কারে মনোনিত হওয়ায় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ দৌলতপুরের সুধীজন ও বিভিন্ন সংগঠান তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি দৌলতপুরের ডিজিএম মির্জা কে, ই, তুহিন একজন মিষ্টভাষী, সদালপী ও দক্ষ কর্মকর্তা। তাঁর এ পুরস্কারে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি দৌলতপুরের সকল কর্মকর্তা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি দৌলতপুরের ডিজিএম মির্জা কে, ই, তুহিন বলেন, তার এ পুরস্কার প্রাপ্তিতে কাজের প্রতি আরো দায়বদ্ধতা বাড়িয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ সেপ্টেম্বর ২০২৩

Discussion about this post