কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টায় দৌলতপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, প্রবীন সাংবাদিক ও উপদেষ্টা এম মামুন রেজা, মোশারফ হোসেন খান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজুল আলম. দপ্তর সম্পাদক সাইদুল আনাম, কোষাধ্যক্ষ এস এম জাহিদ হোসেন, নির্বাহী সদস্য সাইদুর রহমান, আতিয়ার রহমান, সদস্য সফিউল ইসলাম, জিয়াউর রহমান, শহিদুল ইসলাম সোহাগ ও নাজমুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উৎসব পালন সহ প্রেসক্লাবের বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সভায় সর্বস্মতিক্রমে দৌলতপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী পূর্বের আবেদনের প্রেক্ষিতে মোহনা টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার দৌলতপুর প্রতিনিধি মানজারুল ইসলাম খোকন ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি রনি আহমেদকে প্রাথমিক সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত হয়।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ১৫,২০২৩//

Discussion about this post