দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে খোদ নিজ দলের স্থানীয় নেতাদের নামে ভোট বিক্রি ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে কাজ করার অভিযোগ তুলেছেন দলের হয়ে (স্বতন্ত্র প্রার্থী) ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া আবিদ হাসান মন্টি সরকার। গত ২৮ নভেম্বরের নির্বাচনে আনারস প্রতীক নিয়ে অংশ নেন তিনি। এর আগের নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন মন্টি সরকার।
শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার রিফায়েতপুর বাজারে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্টি সরকার বলেন, ভোটের দুইদিন আগে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা কোথাও আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে আবার কোথাও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের পক্ষে মাঠে নামেন। এ কারণে এবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেও বিএনপি সমর্থিত প্রার্থীদের ব্যাপক পরাজয় ঘটে। ১৩টি ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থীরা তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবিদ হাসান মন্টি বলেন, দৌলতপুর এক সময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল। এখানে শাহ্ আজিজুর রহমান (সাবেক প্রধানমন্ত্রী) ও আহসানুল হক পচা মোল্লা (সাবেক প্রতিমন্ত্রী) দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন। কিন্তু বর্তমানে দৌলতপুর বিএপির সাংগঠনিক নৈতিকতার অবক্ষয়ের কারণে জনপ্রিয় নেতাদের নির্বাচনে ভরাডুবি হচ্ছে। সাংগঠনিক অবস্থাও দুর্বল হয়ে পড়ছে। গত ১০-১২ বছর ধরে দৌলতপুর উপজেলা বিএনপি আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে।
আবিদ হাসান মন্টি আরো বলেন, এখানে সারা বছর দলীয় বা জাতীয় দিবসে বিএনপির কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা কর্মসূচি পালন করা হয় না। অথচ নির্বাচন এলেই ঘটা করে বাণিজ্য করার প্রয়াসে তৎপর হয়ে ওঠেন কিছু সুবিধাবাদী নেতা। বিগত কয়েকবছর যাবত এই উপজেলায় বিএনপির দলীয় ভোট বিক্রির কারবার চলে আসছে বলে অভিযোগ করেন তিনি।
২০১৪ সালের জাতীয় নির্বাচন এবং এরপরের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি না এলেও নৌকা প্রতীকের জন্য গোপনে বিএনপি নেতারা ভোট করেছেন বলেও দাবি করেন উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক এই সাধারণ সম্পাদক। উপজেলার শীর্ষ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক নিয়মনীতি অমান্যের অভিযোগ এনে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বলেন, নেতাদের ব্যক্তিগত স্বার্থের কারণে দৌলতপুর উপজেলা বিএনপির অস্তিত্ব এখন হুমকির মুখে।
জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবিদ হাসান মন্টির প্রয়াত বাবা ও বৃদ্ধা মা দুজনেই রিফায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তার বাবা রবিউল ইসলাম সরকার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। বাবার মৃত্যুর পর তার চাচা মঙ্গল সরকার উপজেলা বিএনপির সাধারণ সস্পাদক নির্বাচিত হন। জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে এ অঞ্চলের সম্ভ্রান্ত ও প্রভাবশালী পরিবার তারা। মন্টি সরকারের বাবা রবিউল সরকার একাধিকবার ওই ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে তুরস্ক সফর করেছেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১টিতে অনানুষ্ঠানিক বর্জন, ১টিতে জয় এবং অন্য ১২টিতে ব্যপক ভরাডুবি হয় বিএনপি ও অঙ্গ সংগঠনের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের। দলের স্থানীয় নেতাদের সিদ্ধান্ত মোতাবেক তারা দলীয় প্রতীক বাদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। অথচ দলের নেতারাই আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে যান। ধানের শীষ প্রতীক না থাকায় কোথাও আঞ্চলিক টানে আবার কোথাও আত্মীয়তার টানের ধোয়া তুলে আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থন করায় এক সময়ের বিএনপির ঘাঁটি এ উপজেলায় চরম বিপর্যয়ের মুখে পড়ে দলটি।
ছবির ক্যাপশন : সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দিচ্ছেন আবিদ হাসান মন্টি।

Discussion about this post