Print Date & Time : 1 July 2025 Tuesday 3:16 pm

দৌলতপুর রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম মহাপ্রয়াণ দিবস পালন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর শিল্পকলা একাডেমির আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম মহাপ্রয়াণ দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার বিকেল সোয়া ৫টায় দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও রবীন্দ্র সংগীত পরিবেশন করা হয়।
দৌলতপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলামের নেতৃত্বে দৌলতপুর শিল্পকলা একাডেমির শিল্পিবৃন্দ সংগীত পরিবেশন করেন। এরআগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন দৌলতপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম। কবিগুরুর মহাপ্রয়াণ দিবসের অনুষ্ঠানে দৌলতপুর শিল্পকলা একাডেমির শিল্পিবৃন্দ ছাড়াও শিল্পকলা একাডেমির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//