Print Date & Time : 28 July 2025 Monday 5:31 am

দৌলতপুর রিটার্নিং কার্যালয় থেকে রেজাউল হক চৌধুরীর মনোনয়ন সংগ্রহ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১  দৌলতপুর আসনের জন্য উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।

বুধবার (২২ নভেম্বর) দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ওবায়দুল্লাহ’র নিকট থেকে আ’লীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রেজাউল হক চৌধুরীর পক্ষে  মনোনয়নপত্র উত্তোলন করেন তার ছেলে ইমরান চৌধুরী কলিন্স।

দলীয় নেতা কর্মীদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক জাহারুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোদাচ্ছিম বিল্লাহ, উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান লোটন চৌধুরী,উপজেলা আ’লীগের সদস্য আক্তার মেম্বার, শহিদুল ইসলাম, দেওয়ান হাফিজুর রহমান, মামুন কবিরাজ, রিফাইতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি জামিরুল ইসলাম বাবু , ফিলিপনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক কবিরাজ, বোয়ালিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা আ’লীগের সাবেক সদস্য খলিলুর রহমান, সাহিদুল মেম্বার,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকতিয়ার রহমান বাচ্চু,সহ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মজনু, উপজেলা কৃষকলীগ নেতা রিফাজ উদ্দিন ও আব্দুর সামাদ, আব্দুল খালেক,নুরে মোহাম্মদ জিকু (পল্টু), কামরুজ্জামান সবারত সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২২ নভেম্বর  ২০২৩