Print Date & Time : 11 May 2025 Sunday 2:02 am

দৌলতপুর শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সভা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম, সহ-সভাপতি মজিবর রহমান, অর্থ সম্পাদক বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, শরীফুল ইসলাম, নির্বাহী সদস্য ইয়াকুব আলী ও মাহফুজুল আলম।
সভায় নতুন সদস্য অর্ন্তভূক্তি ও পুরাতন সদস্যদের নবায়ন বিষয়ে আলোচনা শেষে তাদের সকলকে প্রাথমিক সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত হয়। আগামী জুলাই মাসে ঈদের পর নতুন নির্বাহী কমিটি গঠনের লক্ষে সভা আহ্বান করার সিদ্ধান্ত হয়। এছাড়াও উপজেলা শিল্পকলা একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি স্মরনিণকা প্রকাশের সিদ্ধান্ত হয়। সভার সভাপতিত্ব করেন ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার ।

দৈনিক দেশতথ্য//এল//