Print Date & Time : 16 May 2025 Friday 7:57 am

দৌলতপুর সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় আনোয়ার খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

গতকাল বুধবার দুপুর ১.৩০টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ডাংমড়কা বাজারের সন্নিকটে এ দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা পার্শ্ববতী বাগুয়ান গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আনোয়ারা খাতুন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কায়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। নিহতের ময়নাতদন্ত হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

দৈনিক দেশতথ্য//এল//