হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): দৌলতপুর সদর হাসপাতালে যাওয়ার রাস্তা দখল করে দোকানপাট গড়ে ওঠায় যানজটের কারণে জনগণের চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে।
গত কয়েক বছর করোনা কালীন সময়ে হাসপাতালে টিকা ও চিকিৎসা নিতে আসা মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট চরম মাত্রায় পৌঁছেছে।
দৌলতপুর সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিক পাশাপাশি এলাকায়। রাস্তার জমি দখল করে বিভিন্ন দোকানপাট গড়ে তোলার ফলে ঈগল মোড় থেকে হাসপাতাল গেট পর্যন্ত প্রতিনিয়ত চরম যানজটের সৃষ্টি হয়।হাসপাতালের সামনের রাস্তায় এ যানজটের কারণে দুর্ভোগে পড়ছেন রোগীরা। রোগী নিয়ে এসে অ্যাম্বুলেন্স কিংবা অন্য যানবাহনগুলো দ্রুত হাসপাতালে ঢুকতে পারছে না। যানজটের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন চিকিৎসা ও করোনার টিকা নিতে আসা সাধারণ মানুষ।হাসপাতালে সেবা নিতে আসা মো. ওসমান বলেন, রাস্তার উপর দোকান ও বেপরোয়া অটোরিকশা যানজটের একমাত্র কারণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে হাসপাতালে সেবা নিতে আসা মানুষের দুর্ভোগ কমবে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: তৌহিদুল হাসান তুহিন বলেন, হাসপাতালে আসার রাস্তায় দোকানপাট থাকার কারণে এমনিতেই যানজট লাগে। তারপরও করোনা কালীন সময়ে টিকা ও চিকিৎসা নিতে আসার কারনে যানজট চরম আকার ধারণ করেছে। ইতিমধ্যে বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।উপজেলা নিবার্হী অফিসার মো. আব্দুল জব্বার জানান, যেহেতু রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ তাই বিষয়টি নিয়ে আলাপআলোচনা করে দ্রুত সমাধানের করা হবে।
দৈনিক দেশতথ্য//এল//