Print Date & Time : 2 July 2025 Wednesday 9:16 pm

দৌলতপুর সিমান্তের আতঙ্ক আকিদুল আর টুয়েল

বিলগাতুয়া সিমান্ত দিয়ে প্রতিনিয়ত  অবাধে আসছে মাদক। পর্দার আড়ালে বসে নিয়ন্ত্রণ করছে মাষ্টারমাইন্ড। সেই মূলহোতার নির্দেশনায় এই রুট হয়ে মাদক ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশে। সে ধুর্ত। মাঠে নামে না। সাথেও নাই, ভাতেও নাই সে। কে এই তুলসীর পাতা?

স্থানীয়দের ভাষ‍্য,এই গডফাদারের নির্দেশনা বাস্তবায়ন করে বিলগাতুয়া গ্রামের তোয়াজের ছেলে আকিদুল আর আছেরের ছেলে টুয়েল।

মাদকদ্রব্য ক্রেতার কাছে পৌঁছে দেয়া ও অর্থ সংগ্রহ করাই তাদের মূল কাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় দোকানী জানান,মাদকচোরালানের পাশাপাশি সিমান্তে জনসাধারণের মধ‍্যে আতঙ্ক ছড়িয়ে থাকে এই দুই ডিলার। প্রতিবাদ করলেই  হুমকি দেয়।  বিলগাতুয়া গ্রামের সবার মুখে মুখে তাদের নাম।

মাদক সিন্ডিকেটের গডফাদার আকিদুল ও টুয়েল বিজিপির সোর্স সেজে তাদের সঙ্গে হাত মিলিয়ে বীরদর্পে সকল প্রকার মাদক দ্রব্যের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসী এটাও বলেন, আকিদুল ও টুয়েলের বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ আমরা কোথাও করতে পারিনা। কারণ প্রতিবাদ করলেই আমাদের উপর নেমে আসে হায়েনার থাবা, একটির পর একটি মামলা দিয়ে চালান দেয় সে। সে এতই ক্ষমতাধর ব্যক্তি যে তার ভয়ে কেউই মুখ খুলতে চান না। তারা এটাও বলেন প্রাগপুর এলাকার বিজিপি ক্যাম্পের সামনে দিয়েই রাতের আঁধারে অবাধে সকল প্রকার মাদকের চালান বিভিন্ন জেলাতে চলে যাচ্ছে অথচ প্রশাসন চোখে দেখেও না দেখার ভান করছে।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৪,২০২২//