Print Date & Time : 22 August 2025 Friday 2:21 pm

দৌলতপুর সীমান্তে বিএসএফ’র হাতে এক বাংলাদেশী আটক

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে বিএসএফ’র হাতে লেবু (৩৫) নামে বাংলাদেশী এক নাগরিক আটক হয়েছে।

সে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর গ্রামের মোতালেবের ছেলে। লেবু বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভারতের কেরালা থেকে কাজ শেষে অবৈধভাবে ভারতের কাচারীপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র হাতে সে আটক হয়।

লেবুর পরিবার সূত্র জানায়, কেরালা রাজ্য থেকে দিনমজুরীতে কাজ শেষে লেবু বৃহস্পতিবার রাতে ১৫৫ সীমান্ত পিলার সংলগ্ন ভারতের কাচারীপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিল। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার কাচারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক করে ক্যাম্পে নেয়। পরে গতকাল শুক্রবার তাকে জলঙ্গী থানা পুলিশে সোপর্দ করে।

তবে ভারত সীমানায় বিএসএফ’র হাতে বাংলাদেশী নাগরিক আটকের বিষয়টি বিজিবি অবগত নয় বলে স্থানীয় এক গণমাধ্যমকর্মীকে বিজিবি সূত্র জানিয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//