Print Date & Time : 28 July 2025 Monday 5:01 pm

দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৭ জুলাই, শুক্রবার বিকেল সাড় ৫টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীর ধারে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

১৫১/৭-এস সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগল বাড়িয়ার থানার ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধীন মেঘনা ক্যাম্পের কমান্ডার এসি পার ওয়েন্দার সিং।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র পক্ষে নেতৃত্ব ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীন প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার মজিবুল হক। ৫টা ৪৫ মিনিট পর্যন্ত চলা পতাকা বৈঠকে বাংলাদেশের ফসলি মাঠ থেকে চুরি যাওয়া স্যালো মেশিন ফেরত নেয়া হয় এবং ভারত থেকে চুরি হওয়া একটি ফেরত দেয়া হয়।

এছাড়াও সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পতাকা বৈঠকে আলোচনা হয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৮ জুলাই ২০২৩