হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া): সীমান্তে বসবাসরত জনসাধারণের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন( ৪৭ বিজিবি) কতৃক দুঃস্থ জনসাধারণের মাঝে ওষুধ বিতরণ করা হয়।
গতকাল সোমবার সকাল ১০টায় দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেডিক্যাল ক্যাম্পেইনে প্রায় ৪৫০ জন দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন বিজিবি। মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭বিজিবি) অধিনায়ক ইঞ্জিনিয়ার লে. কর্নেল গোলাম মোর্শেদ পি এস সি, মেডিকেল অফিসার মেজর উম্মে হানি, সহকারী পরিচালক (এডি) মো. জিয়াউর রহমান এবং মেডিক্যাল ক্যাম্পেইনের সার্বিক পরিচালনায় ছিলেন মহিষকুন্ডি কো. কমান্ডার সুবে. সবুর শিকদার। বিজিবির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক প্রতি মাসে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে এধরেন মেডিকেল ক্যাম্পেইন করে দুঃস্থ জনসাধারণকে সেবা দিয়ে যাবেন বলে জানান।তিনি আরও জানান সিলেটের বন্যা দূর্গদের মাঝে বিজিবি এর পক্ষ থেকে একাধিক টীন সেবা দিয়ে যাচ্ছে।
দৈনিক দেশতথ্য//এল//