কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে ৫জন আটক হয়েছে। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী ডুবার মাঠ সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে তাদের আটক করে সীমান্তরক্ষী বিজিবি। পরে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, দৌলতপুর উপজেলার কান্দিরপাড়া গ্রামের জয়নালের ছেলে ইমদাদুল (৩০), আমির মন্ডলের ছেলে রাজিব (২৪), ভাগজোত এলাকার আয়নালের ছেলে আলিফ (২৪), মাদাপুর গ্রামের চান্দু মন্ডলের ছেলে মনজিল (২৫) ও গড়েরপাড়া গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে পিয়াস (২৪) চিলমারী সীমান্তের ৮৫/১৩(এস) সীমান্ত পিলার সংলগ্ন ডুবার মাঠ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করছিল। এসময় ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী বিওপি কমান্ডার হাবিলদার রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল তাদের আটক করে ক্যাম্পে নেয়। পরে তাদের কিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।