হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার দীর্ঘ ৬ বছর পর চালু হয়েছে। অপারেশন থিয়েটার পুনরায় চালু হওয়ায় উপজেলা বাসীর মাঝে খুশির জোয়ার লক্ষ্য করা গেছে।
গতকাল (১০ মার্চ) বৃহস্পতিবার সকাল ১১টায় অপারেশন থিয়েটার পুনরায় চালুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্।
হাসপাতাল সূত্রে জানা যায় ২০১৫ সাল হতে দৌলতপুর হাসপাতলে অপারেশন করার সকল যন্ত্রপাতি থাকা সত্বেও ডাক্তার সংকটের কারণে অপারেশন থিয়েটার দীর্ঘদিন বন্ধ ছিল । বর্তমান সরকারের উদ্যোগে প্রতি উপজেলায় পর্যাপ্ত ডাক্তার নিয়োগ দেওয়ায় সে সংকট এখন অনেকটা কমে গেছে ।এখন থেকে দৌলতপুর হাসপাতালে স্বল্প খরচে সিজারসহ যেকোনো ধরনের অপারেশন করা হবে বলে জানা যায়।
এসময় দৌলতপুর উপজেলা স্বাস্হ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার তৌহিদুল হাসান তুহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.এজাজ আহমেদ মামুন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবিদ হাসান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছাদেকুজ্জামান খান সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বাদশাহ্ বলেন- হাসপাতালে অপারেশন থিয়েটার পুনরায় চালু হওয়ায় উপজেলার গরিব-দুঃখীদের অনেক উপকার হবে কারণ তাদের পক্ষে প্রাইভেট ক্লিনিকে সিজার করার সামর্থ থাকে না । হাসপাতালে পর্যাপ্ত সরঞ্জামাদি থাকা সত্ত্বেও ডাক্তার সংকটের কারণে এতোদিন অপারেশন সম্ভব হয়নি এখন থেকে দৌলতপুর হাসপাতালে সিজারসহ যে কোন ধরনের অপারেশন নিয়মিত হবে বলেন জানান কতৃপক্ষ।
দৈনিক দেশতথ্য//এল//