Print Date & Time : 25 August 2025 Monday 8:43 am

দৌলতপুর হানাদার মুক্ত দিবস উদযাপন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ৮ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনকে বাজি রেখে পাকহানাদার বাহিনীকে পরাস্ত করে দৌলতপুরকে দখল মুক্ত করেন।

দিবসটি উপলক্ষে( ৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর একটি র‌্যালী দৌলতপুর উপজেলা পরিষদ বাজার প্রদক্ষীন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. আব্দুল জাব্বারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শরীফ উদ্দিন রিমন। এসময় বীর মুক্তিযোদ্ধা কাউসার আলী, আব্দুস সোবহান, হায়দার আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীরা জানান, স্বাধীনতা যুদ্ধের সময় দীর্ঘ ৯ মাসে উপজেলার বিভিন্নস্থানে পাক হানাদার বাহিনী নারকীয় হত্যাযজ্ঞ চালায়। এতে নারী পুরুষসহ অনেক মানুষ দেশের স্বাধীনতার জন্য প্রাণ হারায়।

খালিদ সাইফুল/দৈনিক দেশতথ্য