কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নার্সদের অনিয়ম দূর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে নার্স ইনচার্জ বেবী আক্তারের স্বামী কালু ওরুফে হাতুড়ী ডাক্তার কালুর ভাড়া করা লোকজন সাংবাদিকদের উপর হামলা চালায়।
ভুক্তভোগী সাংবাদিক’রা বলেন, আমরা তথ্য পায় বিভিন্নভাবে নার্স বেবি আক্তার প্রতিনিয়ত দুর দুরান্ত থেকে আশা অসহায় রোগীদের সাথে অ-সদাচারন করে এবং অত্র উপজেলার স্থানীয় হওয়ার দাপট দেখিয়ে চলে হাসপাতালে।
এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে সংবাদ সংগ্রহে গেলে নার্স বেবি আক্তার সাংবাদিকদের উপর হামলা চালানো জন্য লাঠি নিয়ে তেড়ে আসে। সে উচ্চ স্বরে বলে ভিডিও করলে ক্যামেরা ভেঙে দিবো। সেসময় ক্যামেরায় ভিডিও ধারন করা দেখতে পেলে ক্যামেরার উপর হামলা চালায় সে।
বিষয়টি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও তৌহিদুল হাসান তুহিন’কে জানালে, তিনি আবাসিক মেডিকেল অফিসার সামছুল আরেফিনকে ঘটনাস্থলে পাঠান। পরে হাসপাতাল গেটে সামছুল আরেফিনের সাথে কথা বলার সময় কালু ওরুফে হাতুড়ী ডাক্তার কালুর নেতৃত্বে বহিরাগত ক্যাডার বাহিনী সাংবাদিকদের উপর হামলা চালায়।
এ সময় সাংবাদিক তুহিন, রনি আহমেদ, আছানুল হক, মিজানুর রহমান আহত হয়।
এবিষয়ে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০৫,২০২২//