হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। গতকাল বিকেল ৩টার দিকে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক ফোন দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুনকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ এবং খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হোন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ
মামুন।
দৌলতপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন জাতীয় পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাঁকে বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের ছোট ছেলে। এ্যাড. এজাজ আহমেদ মামুন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক।
দৈনিক দেশতথ্য//এসএইচ//