Print Date & Time : 15 May 2025 Thursday 2:03 pm

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা

নিজস্ব প্রতিবেদক: কারনে অকারনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ অনেকটা দিশাহারা হয়ে পড়েছে দেশের নেতারা বড় বড় বক্তব্য দিচ্ছেন দেশে কোন খাদ্যের অভাব নেই ।কিন্তু অভাবটা কোথায় মনিটরিং না সরকারের ঊর্ধ্বতন মহলের ।এমন প্রশ্ন হাজারো মানুষের ।কে দেখবে এইসব ।বিক্রেতারা বলছে আমাদের করণীয় কিছু নেই ।বাজার থেকে কিনছি যে দামে তারচেয়ে পাঁচ টাকা দশ টাকা বেশি রেখে কাস্টমারের কাছে বিক্রয় করছি ।এখানে রয়েছে মনিটরিং ব্যবস্থা কিন্তু ঝিমিয়ে পড়েছেতা ।আসলে সরজমিনে এমন চিত্র ধরা পড়েছে আমাদের  প্রতিবেদকের চোখে । দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেকটা যেন সরকারের বিপক্ষে অবস্থান নিচ্ছে খেটে খাওয়া মানুষ সহ মধ্যবিত্তরা । বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে  ব্যর্থতার দায়ভার নিতে হবে সরকারকে । এমন কথা বলেছেন সেখানকার সাধারণ ব্যবসায়ীরা ।  ঘড়ির কাটায় তখন সময় বেলা দশটা বাজারে মানুষের প্রচণ্ড ভিড় কাঁচা সবজি কেনার জন্য ।কিন্তু দাম শুনে অনেকে হাঁপিয়ে উঠেছেন। শেষ পর্যন্ত দেখা গেল  তরিতরকারি বাদ দিয়ে  কেউ কেউ নিম্নমানের শাকসবজি ক্রয় করছে আবার কেউ নিম্নমানের  বাসি ও ফেলে দেওয়া সবজি কিনছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক । সিন্ডিকের কাছে যেন সরকারও অসহায়, সাধারন প্রতিটি মানুষের দাবি দ্রুত বাজার মনিটরিং এবং সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্য ফিরিয়ে আনতে সরকারের শক্ত পদক্ষেপ জরুরি

দৈনিক দেশতথ্য//এল//