Print Date & Time : 11 May 2025 Sunday 1:08 pm

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং

মনপুরায় ৭ ব্যাবসায়ীর জরিমানা

মনপুরায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও   উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।

বুধবার উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ৭ ব্যাবসায়ীকৈ ১৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের(মোবাইল কোর্ট)  নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামীম মিঞা।

মূল্যতালিকা প্রদর্শন না করায় এবং বাংলাবাজারের ডিলিং লাইসেন্স না থাকায় ২ ব্যাবসায়ী প্রতিষ্ঠান টিন রড ব্যাবসায়ী মোঃ সাঈদ এবং ঔষধ ব্যাবসায়ী  আবুল কাশেম এদের প্রত্যেককে অত্যাবশ্যীয় পন্য নিয়ন্ত্রন আইন ১৯৫৬ এর অধিনে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড এবং মেয়াদোর্ত্তীর্ণ পন্য রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় অপর ৫ ব্যাবসায়ীকে মোট ৬ হাজার টাকা মোবাইল কোর্টে অর্থদন্ড প্রদান করা হয়। অর্থদন্ডপ্রাপ্ত ৫ ব্যাবসায়ী হলেন  ঔষধ ব্যাবসায়ী মোঃ ফারুক ২ হাজার টাকা, মোঃ রায়হান ১ হাজার টাকা, ফল ব্যাবসায়ী  মোঃ জাকির হোসেন ৫শত টাকা, ফল ব্যাবসায়ী আঃ হক ৫শত টাকা এবং মুদি ব্যাবসায়ী মোঃ এরশাদ ২ হাজার টাকা।

এব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা বলেন,

 জনস্বার্থে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে। মূল্যতালিকা প্রদর্শন না করায় ও মেয়াদোর্ত্তীর্ণ পন্য থাকায় ব্যাবসায়ীদের অর্থদন্ড করা হয়েছে। জব্দকৃত মেয়াদোর্ত্তীর্ণ পন্য ধ্বংশ করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এবি//দৈনিক দেশতথ্য//১৩ এপ্রিল,২০২২//