Print Date & Time : 6 July 2025 Sunday 2:13 pm

ধনবাড়ীতে ৩ মাদক কারবারি আটক

ধনবাড়ী, টাঙ্গাইল প্রতি‌নি‌ধি : ধনবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান ইয়াবা সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আটকৃত রাহলেন, ১/ খোরশেদুজ্জামান বিদ্যুৎ (৩৫)পিতা সাজেদুজ্জামান বাবু মুশুদ্দি দক্ষিণপাড়া -২০পিস ইয়াবা ২/আব্দুর রাজ্জাক চানু (৩৫)পিতা- ফজলুল হক মুসুদ্দি দক্ষিণপাড়া ১৫ পিস ইয়াবা ৩/রায়হান (৩২) পিতা- আব্দুল গনি মুশুদ্দি দক্ষিণপাড়া১৫ পিস ইয়াবা ।

মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । এক এবং দুই নং আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে ।

গতকাল পৃথক পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিন জন কে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ।

ধনবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান এর নেতৃত্বেঅভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার।

এ ঘটনায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, ধনবাড়ী উপজেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ ধনবাড়ী থানা পুলিশ।

তারই ধারাবাহিকতায় ধনবাড়ীতে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

দৈনিক দেশতথ্য//এইচ//