শহিদুল ইসলাম : ধনবাড়ী প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীর উখারিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১১ টায় শিক্ষার গুণগত মানউন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি বিষয়ে মা ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়।
উক্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠানটি মো: মুন্নাফ হোসেন এর সঞ্চালনায় প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) লাইলী ইয়াসমিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মো: হুমায়ুন কবির, সহকারী শিক্ষক উখারিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসনে আরা তালুকদার সহকারি শিক্ষক উখারিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আরো গণমান্য ব্যক্তিবর্গ ।
এসময় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) লাইলী ইয়াসমিন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষার শেখর হচ্ছে প্রাথমিক স্তর। প্রত্যন্ত এই জনপদে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে শুধু শিক্ষকদের ওপর নির্ভরশীল হলেই চলবে না। আপনাদেরকেও ছেলে মেয়েদের লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে। কেননা একজন অভিভাবক তার সন্তানকে শিক্ষিত করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। সন্তানের সুরক্ষার প্রথম দায়িত্ব অভিভাবকের। সন্তানের প্রতি যত্নবান হয়ে তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে’।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যালয়ে শিক্ষক অভিভাবক সহ সকলের সম্মিলিত প্রষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব। ছাত্রছাত্রীদের মেধা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও বেশী সচেতন হতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ সকল অভিভাবক অংশগ্রহণ করেন।

Discussion about this post