টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন তালুকদার। ১৯ নভেম্বর (রবিবার) সকাল ১০.০০ টায় ধনবাড়ী উপজেলা আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ এ অধ্যক্ষের কার্যলয়ে সভাপতি মোঃ জীবন মাহমুদ শক্তি ও সাধারন সম্পাদক জহিরুল ইসলাম (মিলন) সহ কার্যনির্বাহী কমিটির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে কমিটির সকলকেই তিনি অভিনন্দন জানান ।
এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সহ-সভাপতি মুহাম্মদ ইমাম হাসান, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরকার, কোষাধক্ষ্য মোশাররফ হোসেন সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রনি,কার্যকরী সদস্য ফিরোজ আলম সহ ধনবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ ।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন তালুকদার বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশা সত্যের পক্ষে অবিচল, ন্যায়-নিষ্ঠ থাকার পাশাপাশি দেশ ও জাতির কল্যানে নিবেদিত।
ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন বলেন, ধনবাড়ী উপজেলা প্রেস ক্লাবকে একটি স্মার্ট প্রেসক্লাবে পরিণত করবো। ক্লাবের সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেবো।
সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বলেন, এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে লেখনির মাধ্যমে মানুষের কল্যাণই করে যাচ্ছি । আগামী দিন গুলোতেও এ ধারা অব্যাহত থাকবে।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ১৯,২০২৩//

Discussion about this post