Print Date & Time : 21 April 2025 Monday 7:16 pm

ধনবাড়ী পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শ‌হিদুল ইসলাম : ধনবাড়ী প্রতি‌নি‌ধি :
টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি ২০২৪ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃস্প‌তিবার ০৮/২/২৪ খ্রিঃ সকালে বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন তালুকদার এর সা‌র্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন, স্কুলের মেনেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মাসউদুল আলম উচ্ছল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বাবুল। ধনবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নূরুল হক নূরু, ধানবাদী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, ধনবাড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুজ্জামান মিলন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উক্ত স্কুলের প্রাক্তন শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলহাজ্ব মাসউদুল আলম উচ্ছল শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালোভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//