টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
কিছুদিনের মধ্যেই বোরো ধান কাটা শুরু হবে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়। কিন্তু চলমান পরিস্থতিতে দেখা দিতে পারে শ্রমিক সংকট। ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।
এ অবস্থায় কাটিয়ে কৃষকরা ক্ষেতের ধান কেটে যেন ঘরে তুলতে পারেন, সেজন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।
ধনবাড়ী উপজেলা চত্বরে ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা এর উপস্থিতিতে স্থানীয় ৩ জন কৃষকের হাতে জাপানের তৈরি তিন’টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন।
ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই তিন কৃষক হলেন- ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের আশরাফ,ধনবাড়ী পৌর এলাকার ছত্রপুর গ্রামের ফজলুল, একই গ্রামের কামরুল হাসান রতন ।
মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন,ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান সুমন, বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফটিক তালুকদার, বলিভদ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, পরিচালক আলম বিল্ডার্স মাহবুবুর আলম বিদ্যুৎ
ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন প্রমুখ।
ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিন সরকারের পরিচালনার বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিন তিনটি ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। উক্ত কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কৃষকরা জানান , এসব যন্ত্রপাতি পেয়ে তারা খুশি। কৃষকের চাষে বর্তমানে খরচ কমে অর্ধেকে নেমে আসবে। কৃষি পণ্য বিক্রি করে তারা লাভবান হবে। সরকারের এই উদ্দ্যোগকে কৃষকরা সাধুবাদ জানিয়েছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post